#potraitphotography Instagram Photos & Videos

potraitphotography - 805.6k posts

Top Posts

Latest Instagram Posts

  • আমরা দিনে ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমোই বলে জানতে পারি না, এর বেশি ঘুমোলে কী কী হতে পারে। শোনা যায়, টানা ১১ ঘণ্টা ঘুমের পর ট্রেন থামে নির্জন এক স্টেশনে। সেখানে দূরে দূরে পুরনো বন্ধুদের বাড়ি, যাদের সঙ্গে যোগাযোগ নেই আজ কত বছর। তাদের বাড়ি রান্না চেপেছে। বাচ্চারা স্কুলে গেছে। আর যদি না ঘুমোই, তবে দেখা হতে পারে। অবশ্য যদি ১৬ ঘণ্টার বেশি হয় ঘুম, সিল মাছেদের সঙ্গে একটা গোটা বেলা নাকি কাটানো যায়। মাইল মাইল বিছিয়ে রাখা বরফের চাদরের ওপর। তবে ঠান্ডা খুব। তাহলে ঘুমনো যেতে পারে ২১ ঘণ্টামতো, যার পর একটা ফরেস্ট বাংলো ছাড়া আর কিছু নেই। জিরিয়ে নিতে হয় সেখানেই, ভাল মদ্য ও খাবারের বন্দোবস্ত হয়ে যায়। কাঠের দেওয়ালে টাঙানো পুরনো অয়েল পেইণ্টিং-এর মধ্যে লুকিয়ে থাকে একটা দুটো ফোটোগ্রাফ। এর পরের স্তরটি অবশ্য সবচেয়ে বেশি আকর্ষক। ২৫ ঘণ্টা, মানে টানা একদিনেরও বেশি চুপচাপ ঘুমিয়ে ফেলতে পারলেই মেঘ করে আসা সৈকত। চেনা নয়, আগে কখনও আসাও হয়নি। জেলেরা খুব সস্তায় মাছ দিচ্ছে। চা দোকান গুটিয়ে নিচ্ছে কমবয়সী বউটি। এক মাঝি, তাকে চিনে নিতে হবে, ওপারে নিয়ে যাবে বলছে। সমুদ্রের ওপারে। কথাটা অবিশ্বাস্য হলেও, এই ডাকে নৌকোয় চড়ে বসে সকলেই। সেই সমুদ্র আসলে ঘুম দিয়ে তৈরি, যার ওপার দেখা যায় না। কেবল সেই বুড়ো মাঝি, মিথ্যেবাদী, ঝড়ের মুখে একের পর এক গল্প বলতে থাকে। __ শ্রীজাত 💕 
#photooftheday #short #film #actor #mood #photography #photographyworld #hm #storywriting #potraitphotography #smile #mood #selflove  #instadaily  #tripura #
  • আমরা দিনে ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমোই বলে জানতে পারি না, এর বেশি ঘুমোলে কী কী হতে পারে। শোনা যায়, টানা ১১ ঘণ্টা ঘুমের পর ট্রেন থামে নির্জন এক স্টেশনে। সেখানে দূরে দূরে পুরনো বন্ধুদের বাড়ি, যাদের সঙ্গে যোগাযোগ নেই আজ কত বছর। তাদের বাড়ি রান্না চেপেছে। বাচ্চারা স্কুলে গেছে। আর যদি না ঘুমোই, তবে দেখা হতে পারে। অবশ্য যদি ১৬ ঘণ্টার বেশি হয় ঘুম, সিল মাছেদের সঙ্গে একটা গোটা বেলা নাকি কাটানো যায়। মাইল মাইল বিছিয়ে রাখা বরফের চাদরের ওপর। তবে ঠান্ডা খুব। তাহলে ঘুমনো যেতে পারে ২১ ঘণ্টামতো, যার পর একটা ফরেস্ট বাংলো ছাড়া আর কিছু নেই। জিরিয়ে নিতে হয় সেখানেই, ভাল মদ্য ও খাবারের বন্দোবস্ত হয়ে যায়। কাঠের দেওয়ালে টাঙানো পুরনো অয়েল পেইণ্টিং-এর মধ্যে লুকিয়ে থাকে একটা দুটো ফোটোগ্রাফ। এর পরের স্তরটি অবশ্য সবচেয়ে বেশি আকর্ষক। ২৫ ঘণ্টা, মানে টানা একদিনেরও বেশি চুপচাপ ঘুমিয়ে ফেলতে পারলেই মেঘ করে আসা সৈকত। চেনা নয়, আগে কখনও আসাও হয়নি। জেলেরা খুব সস্তায় মাছ দিচ্ছে। চা দোকান গুটিয়ে নিচ্ছে কমবয়সী বউটি। এক মাঝি, তাকে চিনে নিতে হবে, ওপারে নিয়ে যাবে বলছে। সমুদ্রের ওপারে। কথাটা অবিশ্বাস্য হলেও, এই ডাকে নৌকোয় চড়ে বসে সকলেই। সেই সমুদ্র আসলে ঘুম দিয়ে তৈরি, যার ওপার দেখা যায় না। কেবল সেই বুড়ো মাঝি, মিথ্যেবাদী, ঝড়ের মুখে একের পর এক গল্প বলতে থাকে। __ শ্রীজাত 💕
    #photooftheday #short #film #actor #mood #photography #photographyworld #hm #storywriting #potraitphotography #smile #mood #selflove #instadaily #tripura #
  • 8 0 6 minutes ago
  • it me.
  • it me.
  • 30 3 25 minutes ago